বই – বাংলা স্ল্যাং - সমুদয় ঠিকুজিকুষ্ঠি
লেখক- অজিত রায়
প্রকাশনী- গুরুচন্ডালী
মূল্য- ১৮০/
পাঠ প্রতিক্রিয়া- সৌম্যদর্শন
স্ল্যাং সম্পর্কিত প্রচলিত ধারণাকে নস্যাৎ করে বাংলা স্ল্যাং এর ভূত- ভবিষ্যৎ ও বর্তমান কে এক ছাতার তলায় এনে সাহিত্য জগতে নতুন অঙ্গন দান করেছে ‘বাংলা স্ল্যাং সমুদয় ঠিকুজিগোষ্টী’ বইটি। স্ল্যাং মানে শুধুই খিস্তি নয়, বরং লোকসমাজে স্ল্যাং – এর একটি ব্যপ্তি আছে যা সাহিত্যজগতে অন্যধারার সৃষ্টি করতে পারে তা লেখক তাঁর গঠনমূলক লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন।
বইটি পড়লে জানা যায়- বাংলা স্ল্যাং কী আর কী নয়, বাংলা স্ল্যাং এর ইতিহাস। মধ্যযূগীয় তথা আধুনিক সাহিত্যে বাংলা স্ল্যাং এর ব্যবহার এবং বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ প্রভৃতি বিভিন্ন সময়ে বিভিন্ন লেখকের হাত ধরে বাংলা স্ল্যাং এর বিবর্তন। ক্ষেত্রবিশেষে তিনি কিছু কবির কবিতার উদ্ধৃতি দিয়ে বিবর্তনের ধারাকে স্পষ্ট করেছেন। আধুনিক জগতের ক্ষেত্রে স্ল্যাং সাহিত্যের নিরীখে মলয় রায়চৌধুরী, বিনয় মজুমদার, শক্তি চট্টোপাধ্যায়, তৃপ্তি সান্ত্রা, শ্রীজাত প্রভৃতি কবি/ লেখকের লেখার তুল্যমূল্য আলোচনা – যা সব মহলের পাঠকের কাছে সমান উপভোগ্য। এছাড়া আছে বাংলা স্ল্যাং -এর অভিধান, যাতে আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্যা স্ল্যাং অর্থ সহ যুক্ত আছে।
বইটির বাঁধাই সুন্দর এবং স্ল্যাং বিষয়ী উৎসুক আগ্রহী পাঠকদের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য বই।
পরিশেষে, গঠনমূলক সমালোচনায় বলা যায় বইটিতে সূচীপত্রের অভাব রয়েছে এবং প্রতিটি বিষয় আলাদা পাতায় নতুনভাবে শুরু হলে বিষয়গুলো আরো বেশি গভীরতা পেত।
0 মন্তব্যসমূহ